ফরিদপুরে কালো পতাকা হাতে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

আপডেট: August 6, 2023 |
inbound1294173465584262287
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদে ফরিদপুরে কালো পতাকা মিছিল ও প্রতিবাদ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

রোববার সকাল ১০টায় শহরের কোর্ট চত্বর থেকে এ উপলক্ষে কালো পতাকা মিছিল বের করা হয়।

মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর প্রদর্শন করে স্বাধীনতা চত্বরে পৌঁছে সমাবেশ করে।

জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ নান্নুর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীমউদ্দিন মৃধা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান, সাবেক সভাপতি অ্যাডভোকেট এওএম খালেদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন, অ্যাডভোকেট শাহ্ মোঃ আজিজুর রহমান (বিকু), জেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর