ট্রেনে ৫৭ মিনিটেই ঢাকা-চট্টগ্রাম যাতায়াত: রেলমন্ত্রী

সময়: 11:17 pm - January 27, 2019 | | পঠিত হয়েছে: 6 বার

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘ঢাকা-চট্টগ্রামে প্রথমবারের মতো হাইস্পিড ট্রেন চালু হবে। ইতোমধ্যে এর সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক কাজ শেষ হয়েছে। এটি চালু হলে বিরতিহীনভাবে মাত্র ৫৭ মিনিটে এবং বিরতি নিয়ে ৬৯ মিনিটে ঢাকা-চট্টগ্রাম যাতায়াত করা যাবে। এর জন্য আলাদা লাইন তৈরি করতে হবে। তাছাড়া ঢাকা থেকে নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ফেনী হয়ে দ্রুত গতির এই ট্রেন সরাসরি চট্টগ্রামে পৌঁছাবে।’

আজ রবিবার দুপুরে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দফতর সিআরবিতে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলম, পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সৈয়দ ফারুক আহমেদ প্রমুখ।

রেলমন্ত্রী আরও বলেন, ‘রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছি। রেলের অনেক কিছুই আমি জানি। তবে আগে থেকেই আমি কাউকে খারাপ কিংবা ভালো বলতে চাই না। যে আমার ভালো কাজে সহযোগিতা করবে সে আমার বন্ধু হবে। তবে রেলের উন্নয়নে কেউ বাধা হলে সে যতই শক্তিশালী হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Share Now

এই বিভাগের আরও খবর