জয়পুরহাটে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

আপডেট: August 8, 2023 |
inbound8318892212871813509
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা এবং অসচ্ছল/ অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী এর সভাপতিত্বে বক্তব্য দেন ২০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল তানজিলুর রহমান ভুইঁয়া, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী,সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল,সহ সভাপতি মোমিন আহমেদ চৌধুরী, গোলাম হক্কানী,সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নায়লুন নাজমা বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা আকতার চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা রহমান বিথী প্রমুখ।

অনুষ্ঠানে ৪০ জন অসচ্ছল- অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এবং ৪০ জন মোবাইলের মাধ্যমে ২ হাজার টাকা করে প্রদান করা হয়।

 

Share Now

এই বিভাগের আরও খবর