নাটোরে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবীতে মানববন্ধন

আপডেট: August 8, 2023 |
inbound8836392777769936842
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: আসন্ন এইচএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন এবং পেছানোর দাবীতে নাটোরেও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার দুপুরে প্রস ক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। এসময় শিক্ষার্থীরা দাবি করেন, তারা অনেক কম সময় পাচ্ছে।

এই সময়ে পুরো সিলেবাসের পরীক্ষা দেওয়া সম্ভব নয়। তারা বলেন, আমাদের সিলেবাস কমিয়ে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হোক অথবা পরীক্ষা এক মাস বা দুই মাস পিছিয়ে দেওয়া হোক। ১০০ নম্বরের পরীক্ষা আমরা মানি না।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বিভিন্ন কর্মসূচি পালন করে যাবো।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে সারা দেশে একযোগে শুরু হয়ে চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্তম।

২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশের (এনসিটিবি) ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Share Now

এই বিভাগের আরও খবর