কোমায় থাকা নারীর সন্তান প্রসব নিয়ে হইচই, কর্মচারী গ্রেফতার

আপডেট: January 30, 2019 |
print news

যুক্তরাষ্ট্রে এক দশকেরও বেশি সময় ধরে কোমায় থাকা এক নারীর সন্তান প্রসবের ঘটনায় হাসপাতালের একজন পুরুষ নার্সকে গ্রেফতার করা হয়েছে। চলতি সপ্তাহে স্থানীয় পুলিশ তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে।

গত ২৯ ডিসেম্বর দেশটির অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স এলাকায় অবস্থিত হাসপাতালটিতে কোমায় থাকা এই নারী সন্তান প্রসব করেন বলে জানায় মিরর।

এর আগে ২৪ ডিসেম্বর তার গর্ভ ধারণের বিষয় নিশ্চিত হয় বলে জানান হাসপাতালের চিকিৎসকরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত আট মাসে গর্ভধারণ বিষয়ক কোনও জটিলতা বা কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি। পরে পুলিশ শিশুটির ডিএনএ টেস্টের পাশাপাশি হাসপাতালের কর্মচারীদের ডিএনএ পরীক্ষা করে নাথান সাদারল্যান্ড নামের ৩৬ বছর বয়সী এই কর্মচারীকে গ্রেফতার করে।

পুলিশ কর্মকর্তা জেরি উইলিয়াম এক সংবাদ সম্মেলনে বলেন, সন্তান প্রসবকারী নারীর পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি। শুরু থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ পূর্ণাঙ্গ সহায়তা করে। এটিকে যৌন নির্যাতনের ঘটনা হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর