সৌদিতে বাংলাদেশিকে গলা কেটে হত্যা
আপডেট: January 31, 2019
|
সৌদি আরবের আল জুবাইল শহরের অদূরে আনোয়ার হোসেন (৪২) নামে এক বাংলাদেশিকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বুধবার শহরের ২০ কিলোমিটার অদূরে মরুভূমি থেকে তার মৃতদেহ উদ্ধার করে দেশটির পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আনোয়ারের রুমমেট বাংলাদেশি আবুল ও জহিরুলকে আটক করা হয়েছে।
নিহত আনোয়ার হোসেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি মালিপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত ফটিক বেপারি।
নিহতের বড় ভাই রজ্জব আলী মেম্বার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার রাতে আল জুবাইল শহর থেকে গাড়ি নিয়ে বের হন ভাই। বুধবার দুপুরে সৌদি পুলিশ একটি মরুভূমি থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করে।