ডেঙ্গু পরিস্থিতি সারাদেশে খারাপ, ঢাকায় স্থিতিশীল : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট: August 13, 2023 |

সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হলেও ঢাকায় ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (১৩ আগস্ট) দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে প্রায় সাড়ে ৯ হাজার ডেঙ্গু রোগী ভর্তি আছে এবং প্রায় ৮২ হাজার মানুষ আক্রান্ত। তবে আমরা চিকিৎসা দেয়ার আপ্রাণ চেষ্টা করছি।

ঢাকা শহরে রোগীদের জন্য প্রায় ৩ হাজার বেড করা হয়েছে।

এরমধ্যে ২ হাজারের বেশি রোগী ভর্তি আছে এবং ঢাকার বাহিরে ৫ হাজার বেড করা হয়েছে। আশা করছি, বেডের সংকট হবে না।

এ সময় স্বাস্থ্য ও সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল্লাহিল আজম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন, পরিচালক ডা. মো. আরশ্বাদ উল্লাহ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।

Share Now

এই বিভাগের আরও খবর