শখের বশে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
আপডেট: February 2, 2019
|
রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক চাপায় ইউসুফ (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। সে উপজেলার রাজাবাড়ী এলাকার আফজাল হোসেনের ছেলে। নিহত ইউসুফ উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলের দিকে ইউসুফ রাজাবাড়ী যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে মহাসড়কের উপর শখের বশে ভ্যান চালাচ্ছিল। এসময় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক আসলে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে গেলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানসহ ইউসুফ রাস্তার উপর পড়ে গেলে ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।