রান্না-বান্না শুধু মেয়েদের বিষয় নয়, পুরুষও করবে: ফরিদা ইয়াসমিন

আপডেট: August 26, 2023 |
inbound3578815151018700892
print news

রান্না-বান্না এখন আর শুধু মেয়েদের বিষয় নয় এটা এখন পুরুষ মানুষকে করতে হবে বলেছেন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

শুক্রবার ( ২৫ আগস্ট) সন্ধ্যায় ধানমন্ডির ওমেন ভলান্টারি এসোসিয়েশন অডিটরিয়ামে মিডিয়া এজেন্ট ‘ডেইলি ওমেন বাংলাদেশ’ আয়োজিত ঈদ ডেজার্ট কুইন-২০২৩’ এর গ্রান্ড ফিনালে তিনি একথা বলেন।

তিনি নারীদের নিয়ে এমন সুন্দর একটি আয়োজন করার জন্য আয়োজক সাংবাদিক বাবুল হৃদয় ও সুমন চৌধুরীকে বিশেষ ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল প্রতিযোগিদের উৎসাহ প্রদান করেন।

‘ঈদ ডেজার্ট কুইন-২০২৩’ চ্যাম্পিয়ন হয়েছেন রন্ধন শিল্পী ফারজানা রহমান তানিয়া ও প্রথম রানার আপ মেহরা তানযীম নাবিলা, ২য় রানা আপ রেবেকা জেসমিন। তিনি চ্যাম্পিয়নদের মাথায় বিজয়ী মুকুট পরিয়ে দেন।

উত্তরীয় ও সম্মাননা স্বারক দিয়ে প্রধান অতিথিকে সম্মাননা জানান অনুষ্ঠানের আহবায়ক বাবুল হৃদয় (প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ‘ডেইলি ওমেন বাংলাদেশ’) সঙ্গে ছিলেন সুমন চৌধুরী ও অনুষ্ঠানের সভাপতি রেহানা পারভিন।

এ সময় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাস্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফাতেমা তুজ জোহরা ও রন্ধন বিশেষজ্ঞ শাহিন আফরোজ সহ কালিনারী অঙ্গনের প্রায় ২০০শত রন্ধন শিল্পী।

ডেজার্ট কুইন মঞ্চে বিশেষ সম্মাননা দেওয়া হয় রন্ধন বিশেষজ্ঞ শাহিন আফরোজ ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফাতেমা তুজ জোহরাকে।

মহতি এই অনুষ্ঠানের স্পন্সর ছিল, প্রাণ গ্রুপ, রুপালী ব্যাংক পুস্পধারা প্রোপার্টিজ লিমিটেড।

গিফট স্পন্সর ছিল ওমেন্স ডল, নাহার কুকিং ওয়াল্ড, কোহিনুর কিচেন, সাবিহা কিচেন, শিলা’স হোমমেইড ফুডস বি ডি, মাকসুদা মিরা, নাজমাস রেসিপি, রুবিনা কেক এন্ড ডিলাইট, দ্য বেকিং রুম বাই রাজিয়া সুলতানা জান্নাত কিচেন ও বাংলা কুইজিন।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল যমুনা টিভি, ডেইলি এশিয়ান এইজ, আজকের বিজনেস বাংলাদেশ, জিরো পয়েন্ট মাল্টি মিডিয়া।

Share Now

এই বিভাগের আরও খবর