১৬ হাজার গৃহকর্মী ডাটাবেজের আওতায় এসেছে

আপডেট: August 28, 2023 |

ঢাকায় বিভিন্ন বাসা বাড়িতে কর্মরত প্রায় ১৬ হাজারেরও বেশি গৃহকর্মীর ডাটাবেজ তৈরি করা হয়েছে।

‘গৃহকর্মীর অধিকার বাস্তবায়ন, নিশ্চিত করবে উন্নয়ন’ এই প্রতিবাদ নিয়ে রাজধানীর মালিবাগ কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভার আয়োজন করে দু:স্থ স্বাস্থ্য কেন্দ্র।এতে বলা হয় এ পর্যন্ত তারা প্রায় ১৬ হাজারের বেশি গৃহকর্মীর ডাটাবেজ তৈরি করেছে।

সোমবার আয়োজিত এর সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সেলিনা খানম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খিলগাঁও পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শোয়েব খান।

এ মতবিনিময়ের সভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিনা খানম জানান, একজন গৃহকর্মীর অধিকার নিশ্চিত করা সমাজের প্রতিটি শ্রেণীর মানুষেরই দায়িত্ব। গৃহকর্মীরাই হচ্ছে আমাদের পরিবারের আপনজন। প্রায় নির্দিষ্ট সময়ে ছাড়াই তারা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ঘরের কাজ করে। এর পরেও আমরা প্রায় সকল ক্ষেত্রেই দেখি গৃহ কর্মীদের কোন চাকরির নিয়োগপত্র হয় না। তারা খুবই কম বেতনে কাজ করে। তাদের কোন রাষ্ট্রীয় স্বীকৃতি নেই এমনকি তাদের শ্রম আইনের বাইরেও রাখা হয়েছে। এরপরও গৃহকর্মীরা আমাদের প্রতিটি সংসারের কাজকর্ম নির্দ্বিধায় চালিয়ে যাচ্ছে।তাদের প্রতি নির্যাতন বন্ধে আরও সামাজিক সচেতনতা বাড়াতে হবে।

তিনি আরও বলেন, বিগত দিনের চেয়ে দেশে বর্তমানে গৃহকর্মীদের প্রতি নির্যাতন-অন্যায় অনেক কমে এসেছে।গৃহকর্মীর নির্যাতনের খবর পেলে সাথে সাথে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী খুব দ্রুত গতিতে এর বিরুদ্ধে অ্যাকশন নেয়। আমরা চাই এটির সামনে একদম শূন্যের কোটে চলে আসবে।

খিলগাঁও পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শোয়েব খান বলেন, দেশে বর্তমানে প্রচলিত যে আইন রয়েছে একজন গৃহকর্মী নির্যাতিত হলে সেই আইনেই অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।তাই কোথাও যদি গৃহকর্মী  নির্যাতনের খবর পাওয়া যায় তা আপনারা দ্রুত গিয়ে পার্শ্ববর্তী থানায় জানাবেন।রাত হোক বা দিন হোক থানা সব সময় ২৪ ঘন্টা খোলা থাকে। এক্ষেত্রে কোন দ্বিধা না নিয়ে আপনারা থানায় চলে আসবেন।আশা করি দ্রুত একটা সমাধান অবশ্যই পাবেন।

যারা বাসায় গৃহকর্মী নিয়োগ দেন তারা তাদেরকে মানবিক হতে হবে উল্লেখ করে শোয়েব খান আরো বলেন, আমাদের গৃহ কর্মীদের প্রতি সুদৃষ্টি পোষণ করতে হবে।তাদেরকে আমাদের পরিবারের একজন মনে করতে। প্রয়োজনে গৃহকর্মী নির্যাতন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা যেতে পারে। এছাড়াও জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল করে আপনাদের অভিযোগ জানালে পুলিশ সেখানে সাথে সাথে গিয়ে উপস্থিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সুনীতি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ মাহবুবুর রহমান। সমাপনী বক্তব্য প্রদান করেন সুনীতি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা উম্মে হামি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,সুনীতি প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার রাজশ্রী গায়েন।

Share Now

এই বিভাগের আরও খবর