লড়াই এবার সাকিব-তামিম

আপডেট: February 8, 2019 |
print news

ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যে অনুষ্ঠিত হবে বিপিএল’র ষষ্ঠ আসরের ফাইনাল। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও দেশসেরা ওপেনার তামিম ইকবালের ক্রিকেট ‘দ্বৈরথ’ উপভোগ করবেন সারা দেশের ক্রিকেটপ্রেমীরা। সাকিবের ঢাকা ও তামিমের কুমিল্লা আজকের ফাইনালে মুখোমুখি হবে দ্বিতীয় শিরোপার টার্গেটে।

দুই দলের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ের আড়ালে আবার লড়াই হবে দুই ‘বন্ধু’ সাকিব ও তামিমেরও। দুই বন্ধুর পাশাপাশি অবশ্য লড়াই হবে দেশের দুই সেরা কোচ খালেদ মাহমুদ সুজন ও মোহাম্মদ সালাউদ্দিনেরও। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব এবারই প্রথম বিপিএলের ফাইনাল খেলছেন না। তিনবার ফাইনাল খেলেছেন এর আগে। শিরোপার স্বাদ পেয়েছেন দুবার।

২০১৩ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের সদস্য হয়ে প্রথমবার শিরোপা উদযাপন করেছিলেন সাকিব। ২০১৬ সালে প্রথমবার অধিনায়ক হিসেবে ট্রফি উঁচিয়ে ধরেন। ২০১৭ সালে ফাইনালে হেরে যান মাশরাফির কাছে। এবার চতুর্থবার ফাইনাল খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তামিম এবারই প্রথম ফাইনাল খেলবেন। তার দল কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। ২০১৫ সালে মাশরাফির অধিনায়কত্বে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে প্রথমবার শিরোপার স্বাদ নেন ইমরুল। এবার ফাইনাল খেলছেন দ্বিতীয়বার।

ঢাকা গ্ল্যাডিয়েটর্স ২০১২ ও ২০১৩ সালে বিপিএলের প্রথম দুটি শিরোপা জিতেছিল। এরপর ২০১৬ সালে শিরোপা জিতে ঢাকা ডায়নামাইটস। এবার নামছে চার নম্বর শিরোপা জিততে। কুমিল্লা চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৫ সালে। আজ মাঠে নামছে দ্বিতীয় শিরোপা জিততে। দুই দলের লড়াইয়ে আড়ালে লড়াই হবে সুনিল নারিন, আন্দ্রে রাসেল, কিয়েরন পোলার্ডের সঙ্গে এভিন লুইস, শহিদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, নিশান্ত পেরেরার। তবে সব ক্রিকেটারের  লড়াইকে পেছনে ফেলেছে দুই বন্ধু সাকিব ও তামিমের লড়াই।

Share Now

এই বিভাগের আরও খবর