বানারীপাড়ায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, গ্রেফতার-১


শফিক শাহিন,বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের মোঃ রফিক হাওলাদের ছেলে মোঃ বেল্লাল হোসেন(২০) ও ভিকটিম (ছদ্মনাম শাপলাকে) ১ সেপ্টেম্বর রাত সাড়ে ৩ টায়
ঢাকা ডেমরা এলাকা থেকে উদ্ধার করে বানারীপাড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আসামী বেল্লাল ৩০ জুন বিকাল ৪ টা ৩০ মিনিটের সময় উদয়কাঠি ইউনিয়ন প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে স্কুল পড়ুয়া ছাত্রীকে অপহরণ করে।
মোঃ বেল্লাল একই গ্রামের স্কুল পড়ুয়া ছাত্রীকে ফুসলিয়ে প্রেমের ছলনায় ফেলে বিয়ের প্রলোভনে দেখিয়ে ঢাকা সহ বিভিন্ন যায়গা রেখে ধর্ষণ করে।
উক্ত ঘটনায় ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১ আগষ্ট বানারীপাড়া থানায় মামলা করে।
তারই ধারাবাহিকতায় বানারীপাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক(এস আই) চন্দন কুমার রায়ের নেতৃত্ব অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তিগত সহায়তায় মাস দুই দিন পরে ঢাকা ডেমরা এলাকা থেকে আসামী ও ভিকটিম উদ্ধার করে বানারীপাড়া সোপর্দ করা হয়।
পরে আসামী বেল্লালকে ১ আগষ্ট দুপুর ১২ টার দিকে বরিশাল জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
ওই মামলার আরো ৫ জন আসামীরা হলঃ ১. মোঃ রফিক হাওলাদারের ছেলে মোঃ মেহেদি হাসান(২৩)।
২. আব্দুল্লাহপুর কুদ্দুস তালুকদারের ছেলে মোঃ মাসুম বিল্লাহ(২০), ৩. মোঃ ফজলুক হকের ছেলে মোঃ মেহেদি হাসান(২১), ৪. মোঃ রফিক হাওলাদারের স্ত্রী তাসলিমা বেগম ও মোঃ নানা হকের স্ত্রী মোসাম্মৎ নিপুন বেগম সহ ৫ জনই পলাতক রয়েছে।
এদিকে এস আই চন্দন কুমার রায় ৮ জুলাই চাখারের ওয়াজেদ মেমোরিয়াল স্কুলের এক ছাত্রীকে অপহরণ মামলায় মোঃ রবিউল(১৯) নামে এক যুবককে ভিকটিম সহ গ্রেফতার করে ভিকটিমকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হয়।
উক্ত ঘটনায় আসামী সহ ভিকটিমদের উদ্ধার করে ভিকটিমদের পরিবারে কাছে ফিরিয়ে দেয়া ভুক্তভোগী পরিবার গুলো থানা পুলিশকে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে।