ইবিতে শুরু হয়েছে স্পোর্টস কার্নিভালের প্রথম আসর


ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্পোর্টস এসোসিয়েশনের আয়োজনে শুরু হয়েছে স্পোর্টস কার্নিভাল সিজন ১।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় স্পোর্টস কার্নিভালের উদ্বোধন করে ইসলামী বিশ্ববিদ্যালয় স্পোর্টস এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান মন্ডল।
প্রথমবারের মতো আয়োজিত স্পোর্টস কার্নিভালের মোট আটটি ইভেন্টের মধ্যে রয়েছে ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল, ভলিবল, বাস্কেটবল, ব্যাটমিন্টন, টেবিল টেনিস এবং দাবা। এর মধ্যে মেয়েদের জন্য রয়েছে ভলিবল এবং ব্যাটমিন্টন।
উদ্বোধনী অনুষ্ঠানে সার্বিক বিষয়ে স্পোর্টস এসোসিয়েশনের সভাপতি এইচ এম বুলবুল বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে এরকম স্পোর্টস কার্নিভাল আয়োজনের মাধ্যমে যেনো বিশ্ববিদ্যালয়ের জন্য নিত্যনতুন খেলোয়াড় বের করে আনতে পারি। এছাড়াও শারীরিক ভাবে যেনো আমরা সবাই ফিট থাকতে পারি, মাদক থেকে দূরে থাকতে পারি এটাই আমাদের স্পোর্টস কার্নিভালের মেইন উদ্দেশ্য।