শিবগঞ্জের ময়দানহাট্টায় বিট পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: September 2, 2023 |
inbound8755498447762430612
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের ময়দানহাট্টায় বিট পুলিশিং সংক্রান্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার( ০২ সেপ্টেম্বর) বেলা ৩ টার দিকে ময়দানহাট্টা ইউনিয়ন চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ।

ময়দানহাট্টা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মেজবাউল আলম মেজবার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ১নং ময়দানহাট্টা ইউপি চেয়ারম্যান আবু জাফর মন্ডল, শিবগঞ্জ থানার ওসি তদন্ত জিল্লুর রহমান।

এতে আরও বক্তব্য রাখেন, ময়দানহাট্টা ইউনিয়ন বিট অফিসার এসআই রায়হান কবীর, এসআই আব্দুল লতিফ, এএসআই আবু তাহের, ইউনিয়ন জাপা সভাপতি আলহাজ্ব ইয়াকুব আলী, দাড়িদহ বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম, ইউপি সদস্য মাসুম বিল্লাহ, সাবেক সংরক্ষিত মহিলা মেম্বার শাহানা খাতুন।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আপেল আহমেদ মেহেদুল এর সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা মেম্বার বিউটি বেগম, মমতা বেগম, পারভিন আক্তার টপি, ওয়ার্ড সদস্য নয়ন মন্ডল নুনু মন্ডল, জেসমিন খাতুনসহ এলাকার সুধীজন।

Share Now

এই বিভাগের আরও খবর