৯ বছর পর মধুর ক্যান্টিনে ছাত্রদল

আপডেট: February 13, 2019 |

ফাগুনের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসে যখন বিরাজ করছে বসন্ত বরণের আমেজ, তখন ডাকসু নির্বাচন সামনে রেখে প্রায় নয় বছর পর মধুর ক্যান্টিনে দেখা গেল জাতীয়তাবাদী ছাত্রদলকে। এসময় সব ছাত্র সংগঠনের মিছিল-স্লোগান আর নানামুখী তৎপরতায় সরগরম হয়ে ওঠে মধুর ক্যান্টিন ও আশেপাশের এলাকা।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকেই মধুর ক্যান্টিনে ছিল ছাত্রলীগ ও বাম ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের সরব উপস্থিতি। সকাল পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মেহেদি তালুকদারের নেতৃত্বে মধুর ক্যান্টিনে এসে পৌঁছান ছাত্রদল নেতাকর্মীরা।
এসময় প্রধান প্রতিদ্বন্দ্বী দুই ছাত্র সংগঠনের সহাবস্থানে মধুর ক্যান্টিন এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশের। এর আগে ৭ ফেব্রুয়ারি প্রায় নয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।
উল্লেখ্য, ২০১০ সালের জানুয়ারি মাসে ছাত্রদল সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে। ওই বছরের ১৮ জানুয়ারি ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল বের করলে হামলার মুখে পড়ে।

Share Now

এই বিভাগের আরও খবর