নাটোর-৪ আসনে আ.লীগের ফরম বিক্রি শুরু সোমবার

আপডেট: September 10, 2023 |
inbound1981714273518062634
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোর-৪ আসনের উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সোমবার (১১ সেপ্টেম্বর) ও মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিক্রি করবে ও জমা নেবে আওয়ামী লীগ।

এই দুই দিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।

রবিবার (১০ সেপ্টেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, মনোনয়ন প্রত্যাশীদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে ফরম সংগ্রহ এবং জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোন প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবে।

ফরম সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার মধ্যে ফরম জমা দিতে হবে।

উল্লেখ্য এই আসনের আওয়ামীলীগের সাতবার মনোনয়ন পাওয়া এবং পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য আব্দুল কুদ্দুস ৩০ আগস্ট শাসকষ্ট জনিত রোগে মৃত্যুবরণ করলে আসনটি শূণ্য হয়ে পড়ে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন এই আসনটির উপ নির্বাচনের তপশীল ঘোষণা করেন।

ঘোষিত তপশীল অনুযায়ী মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর এবং বাছাই ১৮ সেপ্টেম্বর এবং ১১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

Share Now

এই বিভাগের আরও খবর