ফরিদপুরে চার দফা দাবিতে ম্যাটসের শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট: September 10, 2023 |
inbound703423539834637893
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: চার দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে ম্যাটস এর শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ রবিবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে উক্ত কর্মসূচি পালন করে তারা। ইন্টারনিশিপ বহাল রাখা,অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠনসহ চার দফা দাবী আদায়ের লক্ষ্য কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী ম্যাটস, ফরিদপুরের সাধারণ শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

ম্যাটসের তৃতীয় বর্ষের ছাত্র জিহাদুর রহমানের সভাপতিত্বে ম্যাটস ফরিদপুরের শিক্ষার্থীরা উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করে এর আগে ফরিদপুর ম্যাটস হতে প্রেসক্লাব পর্যন্ত এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ম্যাটস ফরিদপুরের ইন্টার্ন শিক্ষার্থী জিহাদুর রহমান অনন্ত, শাকিলা জামান আশা, ফাহমিদা আক্তার জুই, নাসরিন জাহান, তাসকিয়া তাহিয়া।

বিক্ষোভ সমাবেশে বক্তারা ইন্টারনিশিপ বহাল রাখা, অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন, নিয়োগ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষা প্রদানের দাবী জানান।

Share Now

এই বিভাগের আরও খবর