ফরিদপুরে পুকুর থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

আপডেট: September 10, 2023 |
inbound2171051624563088930
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার একটি পুকুর থেকে এক অজ্ঞাত মহিলার(৩০-৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকাল ৮টার সময় কোতোয়ালি থানাধীন কৈজুরী ইউনিয়নের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, ফরিদপুর কোতোয়ালি থানাধীন কৈজুরী ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের তুলা গ্রামের মাসুদ শেখের বাড়ির পাশের পুকুরের কোনায় অজ্ঞাতনামা এক মহিলার লাশ দেখতে পায় স্থানীয়রা, পরে পুলিশকে সংবাদ দিলে কোতায়ালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা করে, পরে লাশটি সুরতহাল প্রস্তুতপূর্বক ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। ফরিদপুর সিআইডি পুলিশের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেন।

এখন পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, উক্ত মহিলাকে দুষ্কৃতিকারীরা হত্যা করে লাশ পুকুরে ফেলে যায়।

পুলিশ জানায়, তার মৃত্যু কীভাবে হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে এবং এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে ও বিষয়টি তদন্ত চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর