‘ময়ুরপক্ষী’ জিম্মি উদ্ধারে যৌথ অভিযান

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসা নির্দেশনাতেই যৌথ অভিযান পরিচালনা হয় বাংলাদেশ বিমানের  ফ্লাইট ‘ময়ুরপক্ষী’ জিম্মি উদ্ধারে। প্রয়োজনীয় দিক নির্দেশনাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সমাপ্তি হয় চার ঘণ্টার শ্বাসরুদ্ধকর পরিস্থিতির।

অভিযানের নেতৃত্বে থাকা এয়ার ভাইস মার্শাল মুফিদুল আলম বলেন, ছিনতাইকারী বিমানটিকে জিম্মি করার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিষয়টি জানানো হয়। সেখান থেকেই প্রয়োজনীয় নির্দেশনা আসে। সেই অনুযায়ী আমরা কাজ করেছি।

তিনি বলেন, জানমালের ক্ষয়ক্ষতি না করে এ জিম্মি দশার অবসানের প্রচেষ্টা ছিল। আমরা সেদিক থেকে সফল হয়েছি। অভিযানে সেনাবাহিনীর বিশেষ একটি কমান্ডো টিম এবং র‌্যাব, পুলিশ ও এপিবিএন সদস্যরা সম্মিলিতভাবে অংশ নেয়।