সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে আটক ৬

আপডেট: September 19, 2023 |
inbound7786180733395109601
print news

বাগেরহাট প্রতিনিধিঃ সুন্দরবনের মরা পশুর খালে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে আটক ছয় জনকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে খুলনা জেলা কারাগারে পাঠায় পুলিশ।

এর আগে, সোমবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে বনের মরাপশুর খাল থেকে তাদের আটক করে বরনক্ষীরা।

বিষয়টি নিশ্চিত করে পূর্ব সুন্দরবনের সহকারী বনসংরক্ষক (এসিএফ) রানা দেব বলেন, প্রতিনিয়ত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে বিষ দিয়ে মাছ শিকার করে আসছে জেলে নামধারী কিছু লোক।

তাদের কোন ভাবেই থামানো যাচ্ছে না। এভাবেই সোমবার বিষ দিয়ে মরাপশুরের খালে মাছ শিকার করছিল একদল দুর্বৃত্ত। খবর পেয়ে টহলরত বনরক্ষীরা সেখানে গিয়ে ছয় দুর্বৃত্তকে আটক করে।

আটককৃতরা হলো মো: ফরিদ হাওলাদার (৪৫), সজিব বয়াতি (২০), চঞ্চল হাওলাদার (২৫), মো. লিটন হাওলাদার (২৬), মো. বশিরুল খাঁন (২৮) ও আউয়াল খাঁন (২৭)। তাদের সবার বাড়ি চিলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

এ সময় তাদের কাছ থেকে দুই বোতল বিষ (কীটনাশক), বিষযুক্ত ৪০ কেজি বিভিন্ন মাছ, দুটি নৌকা ও দুই সেট অবৈধ টোন জাল পায় বনরক্ষীরা।

তাদের নামে পূর্ব সুন্দরবনের মরাপশুর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বাদী হয়ে মঙ্গলবার খুলনার দাকোপ থানায় বন আইনে মামলা করেন। পরে আসামিদের জেলা কারাগারে পাঠায় পুলিশ।

Share Now

এই বিভাগের আরও খবর