গুরুদাসপুরে নদীতে ডুবে শিশুর মুত্যু
আপডেট: September 19, 2023
|


ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে নদীর পানিতে ডুবে মদিনা খাতুন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার যোগেন্দ্রনগর এলাকায় আত্রাইয়ের শাখা নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত শিশু মদিনা খাতিন (৬) উপজেলার একই এলাকার মাজেদ হোসেনের মেয়ে।
ফায়ার সার্ভিস অফিসার শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার শিশু মদিনা বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে নদীর ধারে খেলছিল।
এক পর্যায়ে সবার অগোচরে সে নদীর পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা পানিতে নেমে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
পরে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান। পরবর্তীতে রাজশাহী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে কয়েক ঘণ্টার চেষ্টায় শিশুর মরদেহ উদ্ধার করে।