অক্টোবরে বেইজিংয়ে পুতিন-শি বৈঠক

আপডেট: September 20, 2023 |
inbound22226996357362
print news

আগামী মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সঙ্গে বৈঠক করতে বেইজিং সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভকের বরাত দিয়ে মঙ্গলবার খবরটি নিশ্চিত করেছে দেশটির বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।

অক্টোবরে মাসে পুতিন যদি চীন সফরে যান তাহলে আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সেটিই হবে তার প্রথম কোনো বিদেশ সফর।

ইন্টারফ্যাক্স জানিয়েছে, চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইয়ের সঙ্গে মস্কোতে এক বৈঠকে বেইজিংয়ে আলোচনা ‘পুঙ্খানুপুঙ্খ’ হবে।

মার্চ মাসে মস্কোতে হাই-প্রোফাইল সফরের সময় শির আমন্ত্রণে পুতিন তৃতীয় বেল্ট অ্যান্ড রোড ফোরামে যোগ দেবেন।

সেই সফরের কয়েক দিন আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইউক্রেন থেকে শত শত বা তার বেশি শিশুকে অবৈধভাবে বিতাড়িত করার অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

মস্কো অভিযোগ অস্বীকার করেছে এবং ক্রেমলিন বলেছে, গ্রেপ্তারি পরোয়ানি রাশিয়ার প্রতি পশ্চিমের শত্রুতার প্রমাণ।

ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন চালানোর পর থেকে পুতিন চীনের দিকে অগ্রসর হয়েছেন এবং শি তার পাশে দাঁড়িয়েছেন।

এমনকি আগ্রাসনের পর থেকে চীন-রাশিয়ার বাণিজ্য বেড়েছে এবং নিষেধাজ্ঞার কারণে রাশিয়া পশ্চিমের কাছে বিক্রি করতে পারে না এমন তেল চীনসহ এশিয়ার দেশগুলোর কাছে বিক্রি করেছে।

পুতিন সর্বশেষ ২০২২ সালের ফেব্রুয়ারিতে বেইজিং সফর করেছিলেন।

সফরে তিনি এবং শি ‘সীমাহীন’ অংশীদারিত্ব ঘোষণা করেছিলেন। মস্কো বলছে, এর মানে কোনো সামরিক জোট নয়। সূত্র: আনাদুল অজেন্সি, দ্য হিন্দু

Share Now

এই বিভাগের আরও খবর