নলডাঙ্গায় শিশু অপহরণকারী আটক

আপডেট: September 20, 2023 |
inbound7694947422837745132
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় এক শিশুকে কৌশলে অপহরণ করে মুক্তিপন দাবী করার অপরাধে মোঃ মনিরুল ইসলাম মনির (২২) ও মোঃ জিহাদ আলী (২২) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়। সোমবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক মনিরুল ইসলাম মনির উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের মোঃ আবুল কালাম সরদারের ছেলে ও মোঃ জিহাদ আলী একই উপজেলার হলুদঘর গ্রামের মোঃ মোন্তাজ আলীর ছেলে।

অপরদিকে অপহরনের শিকার শিশু মোঃ নাসিম (১১) উপজেলার হলুদঘর গ্রামের মোঃ আনিসুর রহমানের ছেলে।

নলডাঙ্গা থানার ওসি আবুল কালাম জানান, ফুটবল খেলার প্রলোভন দেখিয়ে শিশু মোঃ নাসিমকে গত রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় মনিরুল ইসলাম মনির ও মোঃ জিহাদ আলী।

পরে তারা অটো চার্জার ভ্যানে উঠিয়ে শিশুটিকে আটক রেখে মুক্তিপন আদায়ের উদ্দেশ্যে নাটোর শহর এলাকা সহ সিংড়া ও আত্রাই থানা এলাকায় ভ্যান যোগে ঘুরাতে থাকে।

এক পর্যায়ে তারা শিশু নাসিমের দাদা আবুল কালাম আজাদকে ফোন দিয়ে তার নাতিকে জীবিত ছাড়িয়ে নিতে এক লাখ টাকা মুক্তিপন দাবী করে তারা।

পরে শিশুর দাদা বিষয়টি নলডাঙ্গা থানা পুলিশকে অবগত করলে তাৎক্ষনিক উদ্ধার তৎপরতা শুরু করা হয়।

আর এরই মধ্যে রোববার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১১ টার দিকে অপহরনকারীরা শিশুটিকে নলডাঙ্গা ব্রীজের উপর নামিয়ে দিয়ে ঘটনা কাউকে না বলার হুমকি দিয়ে পালিয়ে যায়।

পরে ওই শিশুর দাদা আবুল কালাম আজাদ বাদী হয়ে নলডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৮/৩০ ( শিশু অপহরণ পূর্বক মুক্তিপণ দাবি করার অপরাধ) ধারায় তাদের বিরুদ্ধে একটি মামলা রুজু করেন।

ওই মামলার প্রেক্ষিতে সোমবার রাতে অভিযান চালিয়ে দুই অপহরনকারীকে আটক করে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ওসি বলেন, আসামী মোঃ জিহাদ আলীর বিরুদ্ধে পূর্বে ২টি ডাকাতি, ১টি অপহরন ও ১টি অস্ত্র মামলা বিচারাধীন রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর