প্রেসিডেন্ট বাইডেনের নিরাপত্তা কর্মকর্তাকে কামড় দিল পোষা কুকুর

আপডেট: September 27, 2023 |
boishakhinews 24
print news

 

নিরাপত্তা কর্মকর্তাকে কামড় দিয়ে ফের সংবাদের শিরোনাম হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দুই বছর বয়সি জার্মান শেপার্ড কুকুর। এবার তার কামড়ে আহত হয়েছেন হোয়াইট হাউসের এক নিরাপত্তা কর্মকর্তা। এর আগেও প্রাণীটি নিরাপত্তা কর্মীদের কামড় দিয়েছে।

মঙ্গলবার মার্কিন সিক্রেট সার্ভিসের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘কমান্ডার’ নামে ওই কুকুরটি দুই বছরে ১১ বার হোয়াইট হাউস ও ডেলাওয়্যারে জো বাইডেনের পারিবারিক বাসস্থানের নিরাপত্তায় নিয়োজিত থাকা কর্মীদের কামড়ি দিয়েছে। এর আগের কামড়ের সব কটি ঘটনা ঘটেছে ডেলাওয়্যারের বাড়িতে।

বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় গত সোমবার রাতে কুকুরটির কামড়ের শিকার হন সিক্রেট সার্ভিসের ওই কর্মকর্তা। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্টনি গুগলিয়েলমি বলেন, সোমবার রাত আটটার দিকে সিক্রেট সার্ভিস ইউনিফর্মড ডিভিশনের এক পুলিশ কর্মকর্তাকে প্রেসিডেন্টের পরিবারের একটি পোষা কুকুর কামড়ে দিয়েছে।

গত জুলাইয়ে হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেন, কমান্ডারের কামড় থেকে বাঁচতে তারা কুকুরটির বিষয়ে প্রশিক্ষণ এবং বিশেষ কৌশল অবলম্বনের চেষ্টা করছেন।

Share Now

এই বিভাগের আরও খবর