গরমে এসি ছাড়াই ঘরকে ঠান্ডা রাখুন ৫ উপায়ে

আপডেট: April 22, 2019 |

চলছে গ্রীষ্মকাল। তাপমাত্রা বেড়েই চলেছে। ভয়ঙ্কর গরমের হাত থেকে রক্ষা পেতে এখন এসি চাই ৷ কিন্তু ইলেকট্রিক বিল? সেটার কী হবে? এসি বা বিলের চিন্তা মাথা থেকে নামিয়ে নিন। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন, আপনার ঘর এসি ছাড়াই ঠান্ডা রাখতে পারবেন এই ৫ উপায়ে-

১। ঘরে যদি কাচের জানলা থাকে, তাহলে মোটা পর্দা দিন। পর্দাটা যেন গাঢ় রঙের হয়। গরম কালে হালকা রঙের পর্দা একদম নয়।

২। বাজার থেকে খসের পর্দা কিনে নিয়ে আসুন। জানলায় লাগিয়ে দিন। মাঝে মধ্যেই পানি দিয়ে ভিজিয়ে দিন।

৩। প্রয়োজন ছাড়া ঘরের আলো জ্বালাবেন না। ঘরে বাল্বের বদলে টিউব লাইট ব্যবহার করুন।

৪। ঘর মোছার সময়, পানির মধ্যে কিছুটা পরিমাণ লবণ ঢেলে দিন। লবণ পানিতে ঘরের তাপমাত্রা সঠিক থাকবে।

৫। ঘরের মধ্যে গাছ রাখুন।

Share Now

এই বিভাগের আরও খবর