লাইবেরিয়ার বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ দিয়েছে যুক্তরাষ্ট্র

আপডেট: September 28, 2023 |
boishakhinews 28
print news

আগামী মাসেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায়। এর আগেই দেশটিতে গণতন্ত্রকে ক্ষুণ্নকারীদের জন্য ভিসা বিধিনিষেধ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার এই ভিসা বিধিনিষেধ ঘোষণা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আগামী ২ অক্টোবর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সাকিবদের প্রতিপক্ষ ইংল্যান্ড। গতকাল গুয়াহাটি পোঁছানোর পর আজ অনুশীলন করেছে বাংলাদেশ। গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন।

আজ বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, লাইবেরিয়ায় গণতন্ত্রকে ক্ষুণ্নকারীদের জন্য ভিসা বিধিনিষেধ ঘোষণা করে বিবৃতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। অবশ্য ঠিক কতজনের বিরুদ্ধে এই ভিসা বিধিনিষেধ আরোপ করা হয়েছে বা কাদের বিরুদ্ধে এটি প্রয়োগ করা হয়েছে তাদের নাম স্টেট ডিপার্টমেন্টের ওই বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

তবে যারা এই ভিসা বিধিনিষেধের আওতায় পড়বেন তারা যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগ পাবেন না বা তাদের ভ্রমণের ক্ষমতা সীমাবদ্ধ হয়ে যাবে। অবশ্য সর্বশেষ ঘোষিত এই নীতিটি লাইবেরিয়ার জনগণ বা সরকারকে লক্ষ্য করে দেওয়া হয়নি বলে জানিয়েছেন ব্লিংকেন।
অ্যন্টনি ব্লিংকেন বলেছেন, মার্কিন ভিসা নিষেধাজ্ঞাগুলোতে এমন লোকদের লক্ষ্যবস্তু করা হয়েছে যারা লাইবেরিয়ার গণতন্ত্রকে দুর্বল করার জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। এর মধ্যে রয়েছে নির্বাচনী প্রক্রিয়ার কারসাজি বা কারচুপি; সহিংসতার ব্যবহার ….; বা নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার জন্য অন্য কোনও কার্যকলাপে জড়িত হওয়া।

এর আগে গত বছর লাইবেরিয়ার তিন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ অপব্যবহারের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। যাদের অন্যতম দেশটির প্রেসিডেন্ট জর্জ ওয়েহের চিফ অব স্টাফ ন্যাথানিয়েল ম্যাকগিল।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন গত মাসে জানিয়েছে, অক্টোবরে দেশটির সাধারণ নির্বাচনের আগে লাইবেরিয়ায় একটি পর্যবেক্ষণ মিশন পাঠাবে।

 

Share Now

এই বিভাগের আরও খবর