সিংড়ায় রাতের খাবার খেয়ে দুই বোনের একসঙ্গে মৃত্যু

আপডেট: September 28, 2023 |
inbound2354960312368679272
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় বাড়িতে রাতে মায়ের হাতে রান্না করা খাবার খেয়ে দুই বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে স্থানীয় হাসপাতালে একজন এবং অপরজন আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে মারা যায়। স্থানীয়দের ধারণা খাবারে বিষক্রিয়ায় দুই বোনের মৃত্যু হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন সাংবাদিকদের কে বলেন, প্রবাসী মো. নাজিম উদ্দিনের দুই মেয়ে রাতে পড়াশোনা করছিলেন।

এসময় তাদের মা ভাত ও টাকি মাছের ভর্তা দিয়ে রাতে খাবার দেন। খাওয়া-দাওয়া শেষে দুই বোন শয়ে পড়ে । এর কিছু পরই হঠ্যৎ দুইজনই বমি করতে থাকে।

তাদেরকে চিকিৎসার জন্য নন্দীগ্রাম উপজেলার বিজরুল হাসপাতালে ভর্তি করলে রাত দেড়টার দিকে বড় মেয়ে মোছাঃ ফীমা খাতুন (১৫) মারা যায়।

ছোট মেয়ে ফারিয়ার (১০) অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সেও মারা যায়।

সিংড়া থানার ওসি তদন্ত মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খাবারে বিষক্রিয়ার মাধ্যমে তাদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর