সাকিবের চোট খুব বেশি গুরুতর নয়

আপডেট: September 29, 2023 |
boishakhinews 36
print news

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে কাল দলীয় অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে চোট পেয়েছেন সাকিব আল হাসান। এই চোটের জন্য আজ শুক্রবার গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি খেলতে পারছেন না এই বাঁহাতি অলরাউন্ডার।

দলীয় সূত্র জানিয়েছে, পর্যবেক্ষণ করা হচ্ছে অধিনায়ক সাকিবের চোট। তবে চোটের ধরণ খুব বেশি গুরুতর নয় বলেই জানা গেছে।

আগামী সোমবার ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারেন সাকিব।
এদিকে সাকিব না থাকলেও বিশ্রামে সহঅধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এজন্য লঙ্কানদের বিপক্ষে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। যদিও ফিল্ডিংয়ে দেখা গেছে নাজমুলকে, এই প্রতিবেদনের সময় শ্রীলঙ্কার যে ৫ উইকেট পড়েছে তার দুটি ক্যাচ নিয়েছেন তিনি।

 

এতদিন বাংলাদেশ ওয়ানডে দলের সহঅধিনায়ক ছিলেন লিটন দাস। সাকিব না থাকায় সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের দুটি ম্যাচেও নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে বিশ্বকাপে সহঅধিনায়কের দায়িত্ব হারিয়েছেন লিটন। অফ ফর্মে থাকা লিটনের ওপর থেকে বাড়তি চাপ সরাতেই এমন সিদ্ধান্ত বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন সাকিব।

Share Now

এই বিভাগের আরও খবর