বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মবার্ষিকী পালিত

আপডেট: September 29, 2023 |
inbound2457372145905490534
print news

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য আনন্দ র‌্যালীর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকালে শহরের রেলরোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে কার্যালয়ের সামনে থেকে জেলা আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রেলরোডস্থ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিলাদ ও দোয়া শেষে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করে।

র‌্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন, শা-ই-আলম বাচ্চু, সাধারন সম্পাদক এ্যাড ভূইয়া হেমায়েত উদ্দিন, আওয়ামী লীগ নেতা সরদার ফখরুল আলম সাহেব, তালুকদার আব্দুল বাকী, অম্বরিশ রায়, তালুকদার নাজমুল কবির ঝিলাম, ফারুক সরদার, বদিউজ্জামান সোহাগ, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আখতারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, জেলা যুব লীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. শরিফা হেমায়েত, মহিলালীগ নেত্রী তালুকদার রীনা সুলতানা, জেলা ছাত্র লীগের সভাপতি মনির হোসেন, সাধারন সম্পাদক নাহিয়ার সুলতান ওশানসহসহ আওয়ামীগ ও সকল সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর