কুবির শিক্ষার্থীদের আয়োজনে গুজব বিষয়ক সচেতনতা সেমিনার

আপডেট: September 29, 2023 |
inbound2526222624247234564
print news

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে পার্শ্ববর্তী সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটে গুজব বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন ও সেমিনার অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার  সকাল ১১টায় সিসিএন ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়।

এতে প্রধান বক্তা হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ও সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম, রিসোর্স পার্সন হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন রিউমার স্ক্যানারের সিনিয়র ফ্যাক্টচেকার রিদওয়ানুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আমিনুল ইসলাম চৌধুরী।

এইসময় রিদওয়ানুল ইসলাম মিথ্যা সংবাদ, গুজবের ধরণ, গুজব কীভাবে ছড়ায় এবং তা কীভাবে শনাক্ত করা যায় সে সম্পর্কে আলোচনা করেন।

পাশাপাশি সহজে কিছু টুলস ব্যবহার করে কীভাবে কোনো তথ্য, ছবি বা ভিডিও ক্রসচেক করা যায় সে সম্পর্কেও ধারণা দেন তিনি।

সেমিনারের প্রধান বক্তা কাজী এম. আনিছুল ইসলাম বলেন, আমরা যে যেই বিষয়েই পড়াশোনা করি না কেন, আমাদের জীবনে তথ্যের গুরুত্ব অনেক বেশি৷ আমরা বিশ্বাসের ওপর নির্ভর করেই চলি।

এই বিশ্বাসকে কাজে লাগিয়ে কোনো তথ্য আমাদের সমস্যার কারণ হতে পারে। তাই যেকোনো তথ্যকেই আমাদের অবিশ্বাসের দৃষ্টিতে দেখতে হবে। তাহলেই সত্য তথ্য আমরা জেনে নিতে পারবো।

সেমিনারের শেষ পর্যায়ে প্রকৌশলী আমিনুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমিও কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম নদীতে সারি সারি মানুষের লাশ ভেসে যাচ্ছে৷ মানুষ হায় হায় করছে কমেন্টে৷

পরে আবার দেখা গেল সেগুলো আসলে পলিথিন ছিল। অথচ অনেকেই বিষয়টা সেভাবে দেখে না।

আমি কুবির এই শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই এমন একটা ক্যাম্পেইন আমাদের প্রতিষ্ঠানে আয়োজন করার জন্য।

ভবিষ্যতে আরো সেমিনার বা ক্যাম্পেইন করতে চাইলে আমরা সাদরে অভ্যর্থনা জানাবো।’

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা ‘পাবলিক রিলেশনস’ কোর্সের অংশ হিসেবে ‘গুজব বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন’ পরিচালনা করছেন৷

ক্যাম্পেইনের অংশ হিসেবে কুমিল্লা জেলার কোটবাড়িতে অবস্থিত ‘সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ এবং ‘সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউট’ এর শিক্ষার্থীদের নিয়ে একটি সেমিনার পরিচালনা করেন তারা।

Share Now

এই বিভাগের আরও খবর