বিশ্বের মুসলিম দেশগুলোতে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট: September 30, 2023 |
boishakhinews 44
print news

মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদেরকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। ঐক্য সপ্তাহ উপলক্ষ্যে বিশ্বের মুসলমানসহ মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের অভিনন্দন জানান তিনি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ভার্চুয়াল টাইমলাইনে তার ব্যক্তিগত পৃষ্ঠায় ঐক্য সপ্তাহ উপলক্ষ্যে ওই অভিনন্দন জানিয়েছেন। ঐক্য সপ্তাহ পালনে ইমাম খোমেইনি (রহ.) এর উদ্যোগকে তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

মুসলিম দেশগুলোর মধ্যে সংহতি ও মুসলমানদের মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সৃষ্টির লক্ষ্যে ঐক্য সপ্তাহর গুরুত্ব ও মূল্যবোধের বিষয়টির ওপরও জোর দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, আহলে সুন্নাতের অনুসারীরা রবিউল-আউয়াল মাসের ১২ তারিখকে মুহাম্মাদ (সা.) এর জন্মদিন হিসেবে উদযাপন করে। অপরদিকে একই মাসের ১৭ তারিখকে নবীজীর জন্মদিন হিসেবে পালন করে শিয়া মুসলমানরা।

মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানের ইসলামি বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনি ১২ থেকে ১৭ পর্যন্ত সময়কালকে ঐক্য সপ্তাহ হিসেবে ঘোষণা করেছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর