ফরিদপুরের সদরপুরে গৃহবধুর আত্মহত্যা

আপডেট: October 2, 2023 |
inbound1508987558936778767
print news

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে কৃষ্ণপুর ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে শারমিন আক্তার টুম্পা (২৫) নামের এক গৃহবধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

রোববার (১লা অক্টোবর) উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

সে ওই গ্রামের মোশারফ প্রামানিক ও রিনা বেগম দম্পতির কন্যা এবং একই উপজেলার সদরপুর ইউনিয়নের সতের রশি গ্রামের সামাদ হাওলাদারের প্রবাসী পুত্র মোঃ জাহাঙ্গীরের স্ত্রী। তাদের আট বছরেরর একটি কন্যা সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, সকাল সাড়ে ১১টায় তার বাবার বাড়িতে বেড়াতে এসে ঘরের ফ্যানের সঙ্গে দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

ঘটনার খবর পেয়ে সদরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক সুকুমার সরকার ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য বিবরনী শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গৃহবধুর সাথে পারিবারিক ভাবে প্রায় ১০বছর পূর্বে প্রবাসী মোঃ জাহাঙ্গীরের সাথে বিবাহ হয়।

আত্নহত্যা প্রসঙ্গে পারিবারিক স্বজনদের সাথে কথা হলে তারা জানান, যে আত্নহত্যার ব্যাপারে তারা কোনো কারন খুজে পাচ্ছেনা।

এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন আল রশীদ জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

লাশ এখনো থানায় রয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন আছে।

Share Now

এই বিভাগের আরও খবর