বাগেরহাটে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ- ২০২৩ উদযাপন

আপডেট: October 2, 2023 |
inbound6417610450406959622
print news

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৩ উদযাপিত হয়েছে।

সোমবার (০২ অক্টোবর) সকালে বাগেরহাট জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি বাগেরহাট এর আয়োজনে বর্ণাঢ্য শোভা যাত্রা আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শিশুর জন্য বিনিয়োগ করি ভবিষ্যতের বিশ্ব গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে এসি লাহা মিলনায়তনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান এর সভাপত্ত্বিতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল জব্বার, উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা হুমায়ুন আহমেদ, জাতীয় মহিলা সংস্থার বাগেরহাট জেলার চেয়ারম্যান এ্যাডঃ শরীফা খানম, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন প্রমুখ।

সভা শেষে শিশু কিশোরদের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে পৌর শহরে এ
উপলক্ষ্যে একটি শোভা যাত্রা বের হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান শিক্ষিকা আমাতুল হাফিজ।

Share Now

এই বিভাগের আরও খবর