গুরুদাসপুরে টিসিবির পণ্য বিতরণ


ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর পৌরসভার আয়োজনে পৌর কার্যালয়ে সুবিধাভোগীদের মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে।
সোমবার গুরুদাসপুর পৌর কার্যালয়ে কাডধারী সুবিধাভোগীদের মাঝে ৫ কেজি চাল ২ কেজি তেল ২ কেজি ডাল ৪৭০ টাকার বিনিময়ে বিতরণ করা হয়।
টিসিবির পণ্য বিতরণ অনুষ্ঠানে পৌর মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ আলী মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সরকার মোঃ ইমদাদুল হক মোহাম্মদ আলী নাজিরপুর ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী প্রামানিক, মসিনদা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল বারী, চাপিলা ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান সুজা, নাটোর জেলা পরিষদের সদস্য মোঃ মেহেদী হাসান প্রমূখ।