রাজাপুরে দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: October 4, 2023 |
inbound8394934511089660729
print news

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: আসন্ন দুর্গাপূর্জা উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) বেলা ১১ টায় রাজাপুর থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্ভিগ্নে দুর্গাপূজা পালনের লক্ষে উপজেলার ২২ টি পূজা মন্ডপের সভাপতি সহ সংশ্লিস্ট সকলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় করেন।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল কর্মকার, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের রাজাপুর উপজেলা শাখা’র সভাপতি জয় রাম তেওয়ারি, সাধারণ সম্পাদক নিত্যানন্দ সাহা, গৌরঙ্গ লাল সাহা , প্রাণ বল্বব সাহা , রতন বিশ্বাস, ভবেন্দ্রনাথ তালুকদার ও সাংবাদিক রহিম রেজা।

সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সকল প্রকার সমস্যা সমাধানের কথা বলেন এবং নিরাপত্তার জন্য প্রতিটি মন্দির সিসি ক্যামেরার আওতায় আনার পরামার্শ দেন।

এ বছর রাজাপুর উপজেলায় মোট ২২ টি মন্দিরে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৩ টি মন্দিরের প্রতিমা বিসর্জন হবে। বাকি ৯ টি মন্দিরের প্রতিমা বিসর্জন হবেনা।

Share Now

এই বিভাগের আরও খবর