দুর্গাপুজা উদযাপন উপলক্ষে নলছিটিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট: October 4, 2023 |
inbound8059156604431369719
print news

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে আসন্ন শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) সকাল ১১টায় নলছিটি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়।

আরও উপস্থিত ছিলেন, নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আতাউর রহমান, কুলকাঠি ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, সুবিদপুর ইউপি চেয়ারম্যান আবদুল গাফফার খান, নাচনমহল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সেলিম, মোল্লারহাট ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান সেন্টু, আনসার বিডিপি কর্মকতা বিজন দাস, পুজা উদযাপন কমিটির সভাপতি জনারধন দাস,সাধারণ সম্পাদক তপন দাস প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর