উন্নয়ন সইতে না পেরে বিরোধীরা নানা ষড়যন্ত্র শুরু করেছে: কৃষিমন্ত্রী


তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধিঃ দেশের অভাবনীয় উন্নয়ন সহ্য করতে না পেরে বিরোধীরা নানা ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার অডিটোরিয়ামে তেল ফসলের অন্তর্ভুক্তকরণ শীর্ষক আঞ্চলিক কর্মশালায়ে প্রধান অতিথির ভাষনে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন আমদানি নির্ভরতা কমিয়ে আনতে দেশে পরীক্ষামূলকভাবে স্থাপিত পেঁয়াজ সংরক্ষণাগার সফলতা পেয়েছে।
পর্যায়ক্রমে সকল স্থানে এই সংরক্ষণাগার স্থাপিত হলে ভারত বা অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করতে হবে না।
তিনি বলেন গত জুলাই থেকে দেশে চাউল আমদানি করতে হয়নি বরং চাউলের দাম এখন নিম্নমুখী। যা সম্ভব হয়েছে উন্নত জাত উদ্ভাবন, কৃষক ও কৃষি বিভাগ এবং সরকারের আধুনিক কৃষিনীতির কারনে।
তিনি আরো বলেন, যারা ভিক্ষার মনোবৃত্তি নিয়ে দেশ চালাতে চায় তাদেরকে পুণ:রায় ক্ষমতায় না আনার আহ্বান। গনতন্ত্রের নামে তারা বর্বর পৈশাচিক কর্মকাণ্ড আগেও করেছে এখনও করে যাচ্ছে।
তিনি বলেন সংবিধান মোতাবেক নির্বাচন কমিশন সঠিক সময়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। উন্নয়নের ধারা বজায় রাখতে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করতে সকলের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
ফরিদপুর সদর উপজেলা পরিষদের হল রুমে বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইন্সটিটিউট (বিনা) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর ও যশোর অঞ্চল আয়োজিত এ কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বিএডিসি’র চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামিলীগ এর সভাপতি শামীম হক প্রমুখ।
কর্মশালায় বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইন্সটিটিউট (বিনা), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি গবেষনা ইন্সটিটিউট (বারি), বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট (ব্রি) এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইন্সটিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনা ধান, লেবু, চিনা বাদাম, সরিষা, তিল ও মুগ ডালের নতুন জাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় তেল জাতীয় ফসল উৎপাদন ও আমদানি নির্ভরতা কমিয়ে দেশে উৎপাদিত সরিষা তেল ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন বক্তারা।