লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই ভাইয়ের স্ত্রীর

আপডেট: October 6, 2023 |
inbound480755733399934909
print news

লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে ওই উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের টেপাটারি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন- তুষভাণ্ডার ইউনিয়নের দক্ষিণ ঘনশ্যাম (টেপাটারী) এলাকার স্থায়ী বাসিন্দা বাবলু মিয়ার স্ত্রী ফিরোজা বেগম (৪২) ও তার ছোট ভাই একাব্বর মিয়ার স্ত্রী নিলুফা বেগম (৩৮)।

পারিবারিক সূত্র জানায়, বাবলু মিয়া ও একাব্বর মিয়া সহোদর ভাই। তারা একই বাড়িতে বসবাস করেন। দুপুরে বাবলু মিয়ার স্ত্রী ফিরোজা বেগম গোসল করতে গেলে গোসলখানার টিনের বেড়ায় লেগে থাকা তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি সেখানে পড়ে যান।

এ অবস্থা দেখে নিলুফা এগিয়ে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয় ব্যক্তি ওসমান গনি জানান, আহত দুইজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান নুর ইসলাম আহমেদ এ ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর