মোরেলগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

আপডেট: October 6, 2023 |
inbound5916400621983056503
print news

বাগেরহাট প্রতিনিধিঃ “জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর)সকাল ১০টার দিকে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার এস.এম তারেক সুলতান’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, সহকারি কমিশনার (ভূমি) রুহুল কুদ্দুস,একাডেমিক সুপারভাইজার বাকি বিল্লাহ,সহকারী প্রোগ্রামার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ত্রিদীপ সরকার,ইউপি সচিব ফারুক হোসেন,শুভাংসু মোরেলগঞ্জ পৌর প্রেসক্লাব সভাপতি শাহ আলম তালুকদার প্রমুখ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন করা নাগরিক অধিকার।

আমরা চাই শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন নিশ্চিত করন, সঠিক তথ্যে দেশের উন্নয়ন সম্ভব।

জন্ম ও মৃত্যু সঠিক তথ্য সরকারের কাছে থাকলে দেশের উন্নয়নে বাজেট সঠিক ভাবে বাস্তবায়নের সহায়ক হবে।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার অসিত বর্মন,সকল ইউপি সচিবগন সহ সকল গ্রাম পুলিশবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর