আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কম

আপডেট: October 6, 2023 |
inbound413107161942721154
print news

পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থানরত গাঙ্গেয় লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের উত্তরপশ্চিমাংশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এর প্রভাবে আজও সারাদেশে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। তবে আগামী শনিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে।

আজ ৬ অক্টোবর শুক্রবার সকাল ৯টা থেকে রাজধানীসহ সারাদেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। আজ ঢাকায় সূর্যান্ত সন্ধ্যা ৫টা ৪১ মিনিটে।

আগামীকাল ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তবে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

Share Now

এই বিভাগের আরও খবর