ফণী মোকাবিলায় সংশ্লিষ্ট সব বিভাগ প্রস্তুত : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট: May 2, 2019 |
print news

বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসতে থাকা ঘূর্ণিঝড় ফণীর সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় সরকারি সংশ্লিষ্ট বিভাগগুলো সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অগ্নি-দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় ফণীর সম্ভাব্য ক্ষয়-ক্ষতি কমিয়ে আনা ও উপকূলীয় জনগণের নিরাপত্তায় ফায়ার সার্ভিসসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে।

তিনি জানান, উপকূলীয় সব উপজেলায় দুর্যোগের ক্ষয়-ক্ষতি প্রশমনে প্রস্তুতি সভা হচ্ছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে নিরাপত্তা বাহিনীগুলোও।

মন্ত্রী বলেন, উপকূলীয় এলাকার মানুষ প্রাকৃতিক দুর্যোগের সাথে পরিচিত। এর আগেও তাদের এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। ক্ষয়-ক্ষতি কমিয়ে আনতে তারাও সচেতন বলে জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর