ভারতের বিধ্বংসী বোলিংয়ে ১৯১ রানে অলআউট পাকিস্তান

আপডেট: October 14, 2023 |

একেতো বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ, তারপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ক্রিকেট বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে প্রতিবেশী পাকিস্তানে রীতিমতো ধসিয়ে দেয় ভারত।

শনিবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনারের উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করে পাকিস্তান। তৃতীয় উইকেটে অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ৮৩ রানের জুটি গড়েন।

২৯.৩ ওভারে পাকিস্তানের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৫৫ রান। দলের যখন এমন অবস্থা, তখন পাকিস্তানি সমর্থকরা আশা করেছিলেন বড় স্কোর হতে পারে।

কিন্তু এরপর বালির বাধেঁর মতো ভেঙে যায় পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। মাত্র ৩৬ রানে ব্যবধানে ৮ উইকেট হারিয়ে ৪২.৪ ওভারে ১৯১ রানেই অলআউট হয় পাকিস্তান।

অধিনায়ক বাবর আজম ক্যারিয়ারের ১১১তম ম্যাচে ২৯তম ফিফটির পর আউট হন। তিনি ৫৮ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৫০ রান করে ফেরেন।

পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ১০ বলে ৬ রানে ফেরেন সৌদ শাকিল। ৪ বলে ৪ রানে ফেরেন ইফতেখার আহমেদ।

৩৪তম ওভারের শেষ বলে দলীয় ১৬৮ রানে ফেরেন মোহাম্মদ রিজওয়ান। তিনি ৬৯ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৪৯ রান করে আউট হন।

পাঁচ বলে মাত্র ২ রান করে ফেরেন শাদাব খান। ১৪ বলে মাত্র ৯ রান করে দলীয় ১৮৭ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে ফেরেন মোহাম্মদ নওয়াজ।

Share Now

এই বিভাগের আরও খবর