মেসিকে ছাড়িয়ে সর্বাধিক অর্থ উপার্জনকারী ফুটবলার হলেন রোনালদো

আপডেট: October 15, 2023 |
boishakhinews 18
print news

আজেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

ফোর্বসের তথ্যানুসারে ২০২৩ সালে সর্বাধিক অর্থ উপার্জনকারী ফুটবলার হিসেবে আজের্ন্টাইন তারকা লিওনেল মেসি ও ব্রাজিলের সুপারস্টার নেইমারকে ছাড়িয়ে গেছেন রোনালদো।

২০২৩ সালে রোনালদোর আয় ২৬০ মিলিয়ন ডলার। সৌদি ক্লাব আল নাসর থেকে তার আয়ের পরিমাণ ২০০ মিলিয়ন ডলার। বিজ্ঞাপন থেকে আয় ৬০ মিলিয়ন ডলার।

আয়ের দিক থেকে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মেসি। ইন্টার মিয়ামিতে মেসির আয় ১৩৫ মিলিয়ন ডলার।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সৌদি ক্লাব আল হিলালে খেলা নেইমার। তার আয়ের পরিমাণ ১১২ মিলিয়ন ডলার।

সৌদি ক্লাবে খেলা করিম বেনজেমা ১০৬ মিলিয়ন ডলার এবং সাদিও মানে ৫২ মিলিয়ন ডলার আয় করে এ তালিকায় পঞ্চম ও সপ্তম স্থানে রয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর