বাগেরহাটে ‘কৈশোর-বান্ধব স্কুল ‘ প্রতিষ্ঠার লক্ষে দিন ব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত

আপডেট: October 16, 2023 |
inbound7399239541466489391
print news

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে ‘কৈশোর-বান্ধব স্কুল ‘ প্রতিষ্ঠার লক্ষে দিন ব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) সকালে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের হল রুমে ছাত্র/ছাত্রীদের অংশ গ্রহনে প্রশ্ন উত্তর পর্বের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইয়ুথ লিডার মল্লিক স্বদেশ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রোগ্রাম অফিসার নুশরাত জাহান।

বক্তব্য রাখেন, বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রশিদ শেখ, সহকারী শিক্ষক আবিদা সুলতানা ও ব্র্যাক অধিকার এখানে, এখনই প্রকণ্পের জেলা ইযুথ মবিলাইজার রহিমা খাতুন।

দিন ব্যাপী ক্যাম্পেইনে ছাত্র/ছাত্রীদের মনো-সামাজিক কাউন্সিলিং SRHR, CSE, Gender বাস্তবায়নে গৃহিত পরিকল্পনার বাস্তবায়ন ফলোআপ ও নতুন পরিকল্পনা উপস্থাপন বিষয়ে জিজ্ঞাসা ও মনের কথা প্রশ্ন ও উত্তর পর্বের আয়োজন করা হয়।

দিন ব্যাপী এ ক্যাম্পেইনে দ্বিতীয় পর্বে বিদ্যালয় মাঠে চেয়ার সিটিং, বালিশ বিতরন, মোড়ক যুদ্ধসহ বিভিন্ন খেলাধুলা শেষে ছাত্র/ছাত্রীদের মাঝে স্কুলে খেলাধুলার সামগ্রী পুরস্কার হিসেবে বিতরন করা হয়।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ইযুথ লিডার ফাতেমা আক্তার মুক্তি, নিশাত তাবাসসুম, ইমন খান ও রবিউল ইসলাম।

Share Now

এই বিভাগের আরও খবর