ফের বাবা হয়েছেন অভিনেতা জিৎ

আপডেট: October 16, 2023 |
boishakhinews 26
print news

 

ফের বাবা হলেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা জিৎ। সোমবার (১৬ অক্টোবর) জিতের স্ত্রী মোহনা মাদনানি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জিৎ বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পুত্র সুন্দর এই পৃথিবীতে এসেছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

এ খবর প্রকাশ্যে আসার পর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন জিৎ। ভক্ত-অনুসারীদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন। শুভশ্রী গাঙ্গুলি লিখেছেন, ‘অভিনন্দন! আমি আগেই বলেছিলাম।’ অভিনেতা সৌরভ চক্রবর্তী লিখেছেন, ‘অভিনন্দন ভাই!’

গত মাসের শেষের দিকে স্ত্রীর বেবি বাম্পের ছবি পোস্ট করে বাবা হতে যাওয়ার খবর জানান জিৎ। নীল রঙের পোশাক পরে ‘ম্যাটারনিটি শুট’ করেন মোহনা। আর তার সঙ্গী হন জিৎ ও তাদের কন্যা। এসব ছবি দেখে ধারণা করা হয়, দ্বিতীয় সন্তান আগমনের খুব বেশি দেরি নেই।

২০১১ সালের ফেব্রুয়ারিতে স্কুল শিক্ষিকা মোহনাকে বিয়ে করেন জিৎ। ২০১২ সালের ১২ ডিসেম্বর জিৎ-মোহনার ঘর আলো করে জন্ম নেয় কন্যা। দীর্ঘ ১১ বছর পর দ্বিতীয় সন্তানের বাবা হলেন এই নায়ক।

 

Share Now

এই বিভাগের আরও খবর