আক্কেলপুরে দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

আপডেট: October 17, 2023 |
inbound1846788448024744514
print news

দেব্রত মন্ডল, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে আসন্ন শারদীয় দুর্গোৎসব যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৭অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. মনজুরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ফিরোজ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক অধ্যক্ষ মোঃ মোকছেদ আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র প্রসাদ আগরওয়ালা, পৌরসভার প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ সাদেকুর রহমান, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ উপজেলা শাখার আহ্বায়ক চৈতন্য চ্যাটার্জী, জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আক্কেলপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সহ বিভিন্ন মন্দিরের পূজা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংবাদিকবৃন্দ।

প্রস্তুতিমূলক সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ বলেন, ‘উপজেলা পরিষদ প্রতিবছর উপজেলার প্রত্যেকটি পূজা মণ্ডপে সরকারি বরাদ্দ ৫শ কেজি চাল ব্যতীত ২ হাজার টাকা অনুদান দেওয়া হতো এবার পূজা মণ্ডপে কোন বিশৃঙ্খলা যেন না হয় এজন্য প্রত্যেক মন্দিরে সিসি ক্যামেরা প্রদান করা হবে।’

উপজেলা নির্বাহী অফিসার মো. মনজুরুল আলম বলেন, ‘আসন্ন শারদীয় দুর্গোৎসব সম্প্রীতি রক্ষার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে।

সিসি ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক। পূজায় ডিজে পার্টি, মাদকের ব্যবহার যেন না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য পুলিশ প্রশাসনকে দিক নির্দেশনা প্রদান করেন।’

তিনি আরো বলেন, ‘এবার মন্দিরে ২৪ঘন্টা আনসার সদস্যরা অবস্থান করবেন, পাশাপাশি পুলিশ থাকবে।’
উল্লেখ্য এ বছর উপজেলায় ৩৮টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

Share Now

এই বিভাগের আরও খবর