দক্ষিণ আফ্রিকাকে ২৪৬ রানের চ্যালেঞ্জ ছুড়ল নেদারল্যান্ডস

আপডেট: October 17, 2023 |
boishakhinews 34
print news

১৪০ রানে নেই ৭ উইকেট। ধুঁকছিল তখন নেদারল্যান্ডস। কে জানতো ইনিংস শেষে স্কোরবোর্ডে দেখা যাবে আরও শতরান বেশি! ঠিক তাই হলো। শেষ ১০ ওভারে ঝড় তুলে দক্ষিণ আফ্রিকার দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ডাচরা।

ধর্মশালায় মঙ্গলবার টস হেরে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ৪৩ ওভারে ২৪৫ রান করে নেদারল্যান্ডস। শেষ ১০ ওভারে ডাচরা যোগ করে ১০৫ রান! বৃষ্টির বাধায় দুই দলেরই ওভার কমে যায় ৭টি করে।

Share Now

এই বিভাগের আরও খবর