সিংগাইরের চারিগ্রাম বাজারে লীজ নেয়া চান্দিনা ভিটি বিক্রির অভিযোগ

আপডেট: October 18, 2023 |
inbound6175797318714446569
print news

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম বাজারের স্বর্ণকার পট্টিতে সরকারিভাবে লিজ নেয়া তিনটি চান্দিনা ভিটি বিক্রি করার অভিযোগ ওঠেছে ।

ওই বাজারের হাজী জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী মজিবর রহমান চান্দিনা ভিটি নিজের নামে লীজ নিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে অন্যদের কাছে হস্তান্তর করেছেন।

হস্তান্তরগ্রহীতারা হচ্ছেন-মক্কা জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী আবুল কাশেম, অন্তর জুয়েলার্সের রফিকুল ইসলাম ওরফে গেদু ও জননী জুয়েলার্সের রফিকুল ইসলাম দেওয়ান।

তিনটি দোকানের জন্য তাদেরকে সর্বমোট ৩৭ লক্ষ টাকা দিতে হয়েছে মজিবর রহমানকে।

জানা গেছে, মজিবর রহমান ওই পজিশনগুলো বিক্রির পর গ্রহীতাদের মালিকানা বুঝিয়ে দিয়েছেন। তার সাথে চুক্তি অনুযায়ী ৩ ব্যক্তিই দোকানের দখল বুঝে নিয়ে রমরমা ব্যবসা পরিচালনা করছেন।

ইতিমধ্যে স্থানীয় ভূমি অফিসে লীজের মালিকানা পরিবর্তন করতে গেলে ঘটনা প্রকাশ পায়।

বিধি মোতাবেক সরকারিভাবে লীজ দেয়া চান্দিনা ভিটি কোনোভাবেই অন্যের কাছে হস্তান্তর বা বিক্রি করার সুযোগ নেই।

এ প্রসঙ্গে মক্কা জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী আবুল কাশেম বলেন, আমি আপনাকে চিনি না, এ বিষয়ে কথা বলব না।

অন্তর জুয়েলার্সের মালিক রফিকুল ইসলাম গেদু বলেন, আমার মুরুব্বীদের সাথে পরামর্শ করে পরে আপনাকে জানাব।

জননী জুয়েলার্সের রফিকুল ইসলাম দেওয়ান অল্প কিছু টাকায় মৌখিকভাবে পজিশন ক্রয়ের কথা স্বীকার করে বলেন, সিংগাইর ভুমি অফিসে নাম পরিবর্তনের জন্য আবেদন দেয়া হয়েছে।

সরকারিভাবে লিজ নেয়া অভিযুক্ত মজিবর রহমানের কাছে দোকানগুলো বিক্রি ও নাম পরিবর্তনের কথা জিজ্ঞেস করলে কোনো সদোত্তর দিতে পারেননি।

তিনি বলেন, অগ্রিম টাকা নিয়ে পজিশনগুলো আমি ভাড়া দিয়েছি মাত্র।

চারিগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা মোঃ খায়রুল বাশার বলেন,লীজ নেয়া চান্দিনা ভিটি বিক্রির কথা শুনে নবায়ণ স্থগিত করা হয়েছে।

এ ব্যাপারে সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাইয়ূম খান বলেন, সরকারি লীজ নেয়া জায়গা বিক্রি বা হস্তান্তর করার কোনো সুযোগ নেই।

চারিগ্রাম বাজারে অবৈধ দখলদারদের বিরুদ্ধে শিগগিরই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর