মাহমুদউল্লাহ-মুশফিকুরকে ওপরের দিকে ব্যাটিং করালে খেলাটাকে নিয়ন্ত্রণ করতে পারত

আপডেট: October 20, 2023 |
boishakhinews 38
print news

 

বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে রাখা হয়নি দেশ সেরা ওপেনার তামিম ইকবালকে। দল ঘোষণার আগে সমালোচনা এড়াতেই হয়তো বিশ্বকাপে রাখা হয় সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে।

দীর্ঘদিন দলের বাইরে থাকায় ভারত বিশ্বকাপে খেলার আশাই ছেড়ে দিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। শেষপর্যন্ত দলে সুযোগ পেয়ে দুর্দান্ত পারফরম্যান্স করছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। দলের প্রয়োজনে প্রত্যেক ম্যাচেই অবদান রাখছেন।

বৃহস্পতিবার ভারতের বিপক্ষে সাত নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ৩৬ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন রিয়াদ। তাকে সাত নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামানোয় সমালোচনা করছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটাররা।

পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম বলেছেন, বাংলাদেশের কেউ একটি জিনিস আমাকে একটু বোঝান, যখন আপনি মিডল অর্ডার নিয়ে ধুঁকছেন; আপনার সবচেয়ে অভিজ্ঞ একজন ব্যাটার মাহমুদউল্লাহকে কেন ৭-৮ নম্বরে খেলানো হয়। তার টেকনিক ভালো, অভিজ্ঞতা আছে তাকে আপনারা ফিনিশার হিসেবে রেখে দিয়েছেন। যেখানে মিডল অর্ডার ব্যর্থ হচ্ছে।

পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ বলেন, মুশফিক ৬ নম্বরে এসেছে। সে ভালো ফর্মে আছে। সাকিব নেই তার যেই সুযোগটা ছিল সেটা ততক্ষণে শেষ হয়ে গেছে। আপনি কিছুটা হলেও তো পরিবর্তন করতে পারতেন। কারণ সাকিব নেই। জুটি প্রয়োজন ছিল। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ খুব ভালো ফর্মে আছে। তাদের ওপরের দিকে ব্যাটিং করালে খেলাটাকে নিয়ন্ত্রণ করতে পারত।

Share Now

এই বিভাগের আরও খবর