আমাদের বিচ্ছেদ হয়ে গেছে : শিল্পা শেঠির স্বামী

আপডেট: October 20, 2023 |
boishakhinews 39
print news

২০২১ সাল থেকেই সময়টা খারাপ যাচ্ছিল বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রার। দীর্ঘ ১৪ বছরের সংসার জীবন তাদের। এই তারকা দম্পতির সংসারে দুই সন্তান রয়েছে। হঠাৎ করে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন শিল্পা শেঠির স্বামী।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে রাজের এমন বার্তায় রীতিমতো শোরগোল শুরু হয়ে গেছে নেটিজেনদের মধ্যে। বিষয়টি নিয়ে নানান জল্পনা-কল্পনা তৈরি হয়েছে নেটদুনিয়ায়।

তবে কি ১৪ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনেছেন রাজ-শিল্পা? এমন প্রশ্ন রহস্যের জট বেঁধেছে এই তারকা দম্পতির ভক্তদের মনে।

সম্প্রতি নিজের টুইটারে রাজ লিখেছেন, আমাদের বিচ্ছেদ হয়ে গেছে। এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার অনুরোধ করছি।

সামাজিক যোগাযোগমাধ্যমে রাজের এই বার্তার পর শুরু হয়েছে জোর চর্চা। তবে এ বিষয়টি স্পষ্ট করে কিছু বলেননি রাজ। এমনকি নিশ্চুপ রয়েছেন শিল্পাও।

এদিকে রাজের এই বার্তাকে একেবারেই গুরুত্ব দিতে রাজি নন শিল্পার অনুরাগীরা। নেটিজেনদের একাংশের দাবি, রাজের আসন্ন সিনেমা প্রচারের ফিকির হিসেবেই নেটমাধ্যমে এই বার্তা দিয়েছেন তিনি।

 

জানা গেছে, শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে রাজ অভিনীত সিনেমা ‘ইউটি৬৯’। গল্পে হাজতবাস করা একজন ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর